News Details

সময়ের আলো: এবারের মেলা নিয়ে আমি খুবই আশাবাদী: রিহ্যাব পরিচালক

এক বছর পর আবার বসছে রিহ্যাব আবাসন মেলা। মহামারি করোনার কারণে গত বছর আয়োজন করা যায়নি মেলা। এবারের মেলা নিয়ে খুবই আশাবাদী আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের পরিচালক মো. রমজানুল হক নিহাদ। সময়ের আলোর নিজস্ব প্রতিবেদকের কাছে তিনি যে আশার কথা শুনিয়েছে তা নিচে তুলে ধরা হলো সময়ের আলো : আপনার মতে রিহ্যাব মেলার উদ্দেশ্য কী? মো. রমজানুল হক নিহাদ : আপনারা হয়তো জানেন, দেশে অনেক সময় অনেক ধরনের মেলা হয়। যেমন- আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বইমেলা, বস্ত্রমেলা, ফার্নিচার মেলা ইত্যাদি। এসব মেলার মূলত উদ্দেশ্য থাকে ক্রেতা-বিক্রেতার মিলনমেলা। বইমেলায় যেমন পাঠক, লেখক ও বিক্রেতার একটি মিলনমেলা হয়ে থাকে। এই মেলায় গ্রাহক বলেন আর দর্শক বলেন সবাই সবার মুখোমুখি হচ্ছেন। একই সঙ্গে পরস্পরের মধ্যে ভাব বিনিময়ের মাধ্যমে একদিকে নিজ নিজ পণ্যের গুণগতমান ক্রেতাদের সামনে উপস্থাপন করতে পারেন। তেমনি এই রিহ্যাব মেলা ক্রেতা ও গ্রাহকদের সামনে তাদের প্রোডাক্ট তুলে ধরার সুযোগ পায়। এর চেয়ে বড় কথা হচ্ছে, মেলার মাধ্যমে গ্রাহকদের সামনে সরাসরি উপস্থিত হওয়ার সুযোগ হচ্ছে। গ্রাহকরা বিভিন্ন আবাসন কোম্পানির প্রোডাক্ট সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন। এমনকি, তাদের পছন্দসই ফ্ল্যাট বা প্লটের বুকিং দেওয়ারও সুযোগ পান, যা অন্য সময় এভাবে সম্ভব হয় না। সময়ের আলো : রিহ্যাব মেলা নিয়ে আপনি কতটুকু আশাবাদী? মো. রমজানুল হক নিহাদ : আমি অনেকটা আশাবাদী। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আর বিজয়ের ৫০ বছরে দেশ যখন এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরাও অংশীজন হতে পারছি বলে নিজেদের সৌভাগ্যবান মনে করছি। আপনারা হয়তো জানেন, করোনার কারণে বিগত বছরে রিহ্যাব মেলা আয়োজন করা সম্ভব হয়নি। এবারের আয়োজন অনেককে আকৃষ্ট করবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কারণ অনেকে অনেক সময় অপেক্ষা করে, কখন রিহ্যাব মেলা হবে। এই মেলায় অনেক ছাড় পাওয়া যায়। পাশাপাশি নিজ চোখে দেখার সুযোগটা সামনে চলে আসে। মেলা প্রসঙ্গে এটা না বলে পারছি না। বইমেলার জন্য অনেক পাঠক অপেক্ষা করেন। তেমনি যেকোনো ভালো একটি মেলার জন্য গ্রাহক, ক্রেতা অপেক্ষা করেন। এই মেলা তাদের প্রতীক্ষার প্রহরের অবসান ঘটায়।

Link : Read More ........