NEWS DETAILS

News Details

Md. Nazrul Islam, Head of Sales, Amin Mohammad Foundation Ltd. talks about Modern and Sustainable Housing at Prothom Alo Real estate discussion program.

Prothom Alo Abashon Mela 2025, a special talk show was organized on “Modern and Sustainable Housing.”
Md. Nazrul Islam, Head of Sales, Amin Mohammad Foundation Ltd., took part in the discussion, highlighting the opportunities and challenges of sustainable housing in Bangladesh.
During the session, he noted that modern and sustainable housing refers to residences that are long-term durable, energy-efficient, and environmentally friendly. While awareness and demand for such housing are increasing in Bangladesh, the biggest barrier to mainstream adoption remains the lack of a strong policy framework.
According to him, technology and materials are no longer the primary obstacles. The real challenge lies in the absence of effective financing models and policy incentives. He emphasized that with clear policies, tax incentives, and accessible green financing, sustainable housing could be implemented at a much faster pace.
Amin Mohammad Foundation strongly believes that only through a coordinated effort between government policies and private sector initiatives can Bangladesh achieve an international standard in sustainable housing models.


“আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেডের হেড অব সেলস মোঃ নজরুল ইসলাম , প্রথম আলো রিয়েল এস্টেট আলোচনা অনুষ্ঠানে আধুনিক ও টেকসই আবাসন নিয়ে গুরুত্বপূর্ণ   আলোচনা করেন।
 দেশের আবাসন খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত প্রথম আলো আবাসন মেলা ২০২৫–এর বিশেষ এক টকশোতে আলোচনার মূল বিষয় ছিল “আধুনিক ও সাসটেইনেবল আবাসন”। আলোচনায় অংশ নেন আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লিমিটেড–এর বিক্রয় বিভাগের প্রধান নাজরুল ইসলাম।
আলোচনায় তিনি বলেন, আধুনিক ও সাসটেইনেবল আবাসন বলতে এমন বাসস্থানকে বোঝায় যা দীর্ঘমেয়াদে টেকসই হওয়ার পাশাপাশি বিদ্যুৎ-সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং আধুনিক নকশায় নির্মিত। বাংলাদেশের আবাসন বাজারে এ ধরনের উদ্যোগের বিষয়ে সচেতনতা ও আগ্রহ ক্রমশ বাড়ছে। তবে এটিকে মূলধারায় আনার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো নীতিগত কাঠামোর ঘাটতি।
তার মতে, প্রযুক্তি ও উপকরণ এখন আর বড় প্রতিবন্ধকতা নয়। আসল চ্যালেঞ্জ হলো কার্যকর আর্থিক মডেল ও নীতিগত প্রণোদনার অভাব। তিনি জোর দিয়ে উল্লেখ করেন, স্পষ্ট নীতি, কর সুবিধা এবং সবুজ অর্থায়ন নিশ্চিত করা গেলে সাসটেইনেবল হাউজিং দ্রুত বাস্তবায়ন সম্ভব।
আমিন মোহাম্মদ ফাউন্ডেশন বিশ্বাস করে, সরকারি নীতি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক মানের আধুনিক ও টেকসই আবাসন মডেলে পৌঁছাতে সক্ষম হবে।